আপনার প্রয়োজনে প্রতিদিন, ২৪ ঘন্টা
সেবা ইন্টারন্যাশনাল হসপিটাল - এ

রয়েছে বায়োপসি ও হিস্টোপ্যাথলজি পরিক্ষার একটি স্বয়ং সম্পূর্ণ ল্যাবলেটরী

হিস্টোপ্যাথলজি

অপারেশন করে শরীর থেকে মাংসপিন্ড বা অন্যকোন অংশ কেটে বের করে আনাকে বলা হয় বায়োপসি। বের করে আনা এই অংশটুকুর টেস্ট করার নাম হিস্টোপ্যাথলজি। অপারেশন করে কেটে ফেলা অংশটুকুর অবশ্যই পরীক্ষা করা প্রয়োজন। কি অপারেশন করা হয়েছে, কতটুকু কাটা হয়েছে ইত্যাদি তথ্য হিস্টোপ্যাথলজি রিপোর্টে লিখিত থাকে। এই রিপোর্ট ছাড়া ক্যান্সার রোগ ধরা পড়েনা। এই রিপোর্ট ক্যান্সারের নাম, এর ধরন, চরিত্র, ক্যান্সারের গতিপ্রকৃতি, ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা, ক্যান্সারের সম্ভাব্য চিকিৎসা এবং চিকিৎসায় অর্জিত সম্ভাব্য ফলাফল সম্পর্কে তথ্য দেয়।

ক্যান্সার ছাড়াও অন্যান্য অসুখ, যেমন- যক্ষা (গোল্ড টিবি), চর্মরোগ, গলগন্ড, সাধারণ টিউমার ইত্যাদি এই পরীক্ষায় ধরা পড়ে। কোন কোন সময় অতিসাধারণ মনে করে অপারেশন করার পরেও ক্যান্সার ধরা পড়তে পারে। হিস্টোপ্যাথলজি রিপোর্ট একটি চিকিৎসাগত ডকুমেন্ট। এই ডকুমেন্ট অপারেশনের প্রমাণপত্র, চিকিৎসা এবং চিকিৎসার ফলাফলের দিক নির্দেশিকা।

  • যে ল্যাবরেটরীতে হিস্টোপ্যাথলজিতে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্যাথলজিস্ট আছেন।

  • যেখানে গ্রেডেড কেমিক্যাল, রিএজেন্ট-ও স্টেইন ব্যবহার করা হয় ।

  • যেখানে সর্বাধুনিক যন্ত্রপাতি ও টেকনোলজি প্রয়োগ করা হয়।
  • যেখানে প্রয়োজনীয় সময় পর্যন্ত স্যাম্পল, প্যারাফিন ব্লক, স্লাইড ও রিপোর্টের কপি ইত্যাদি সংরক্ষণ এবং প্রয়োজনে রোগীকে সরবরাহ করা হয়।

সেবা ইন্টারন্যাশনাল হসপিটাল-এ হিস্টোপ্যাথলজি এবং সাইটোপ্যাথলজি (FNAC & PAP) পরীক্ষা করে থাকে। Philips Affiniti 30 মেশিনের সাহায্যে USG Guided FNAC ও Core Biopsy করা হয়। আপনি নির্দ্বিধায় এখানে হিস্টোপ্যাথলজি ও সাইটোপ্যাথলজি পরীক্ষা করাতে পারেন । আমরা আপনার সেবায় নিয়োজিত ।

বিশেষজ্ঞ প্যাথলজিস্ট

ডাঃ মোঃ ওয়েস করনী

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (প্যাথলজি)

সহকারী অধ্যাপক (প্যাথলজি)

হিস্টো ও সাইটোপ্যাথলজিস্ট

শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, টাঙ্গাইল ।

 

সাক্ষাতঃ প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত